ঢাকাTuesday , 9 July 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. টপ টেন
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কোটা ও পেনশন আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:
July 9, 2024 6:11 pm
Link Copied!

কোটা ও পেনশন আন্দোলন সর্তকভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সময়মত সব সমাধান হয়ে যাবে। আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের  আওয়ামী লীগের কেন্দ্রীয়  কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন চলছে। পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকরা একটা আন্দোলন ও কর্মসূচি পালন করছেন। এই দুটি কর্মসুচিকে আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।’

আওয়ামী লীগ কি সরকারের পক্ষে, নাকি আদালতের পক্ষে—এমন প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার সরকারের পক্ষে, আওয়ামী লীগও সরকারের পক্ষে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষক সমাজেরও আন্দোলন, কর্মবিরতি চলছে। এ দুটি কর্মসূচি চলমান অবস্থায় আমরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। যতটুকু জানি, সংস্কারের জন্য কোটা বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে—তাদের আজ নির্ধারত কোনো কর্মসূচি নেই, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘এমনও শুনেছি, উচ্চ আদালতে যে মামলা আছে, সেখানে তাদের পক্ষ থেকে তারা ল’ইয়ার নিয়োগ করেছে এবং তারা আদালতে যথাসময়ে হাজির হবেন। এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত। সেজন্য ধন্যবাদ জানাই।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ ও উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।